কুমিল্লায় ১৬ বছর পর হতে যাচ্ছে বিএনপির সম্মেলন

দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টাউনহলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কুমিল্লা নগরীর সড়ক ও অলিগলিতে ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে পাঁচটি পদে মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পদপ্রার্থীরা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। এতে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ৫ হাজার ৮০০ জনেরও বেশি ডেলিগেট উপস্থিত থাকবেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন মনে করেন, এই সম্মেলনে নারী নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়বে।
রাজনৈতিক বিশ্লেষক ও গণমাধ্যমকর্মী মাসুক আলতাফ চৌধুরী বলেন, ‘দেশের রাজনীতিতে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা দক্ষিণ জেলা। রাজনৈতিক দমন-পীড়ন ও বাধা-বিপত্তির কারণে দীর্ঘ ১৬ বছর দলটি এই ইউনিটের নেতৃত্ব সম্মেলনের মাধ্যমে নির্ধারণ করতে পারেনি।’ তিনি মনে করেন, এই সম্মেলন একটি বড় সুযোগ এবং দলের জন্য একটি এসিড টেস্ট। এই সম্মেলনের মাধ্যমে কর্মী-বান্ধব ও মাঠ গোছানো নেতৃত্ব উঠে আসবে বলে তিনি প্রত্যাশা করেন।