গাছের চারা বিতরণ করল ‘আমরা বিএনপি পরিবার’

রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মডেল স্কুলে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ছবি : এনটিভি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে গাছের চারা বিতরণ করেছে আমরা বিএনপি পরিবার।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
গাছের চারা বিতরণের এই কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে উপস্থিত আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব মোকছেদুল মোমিনসহ আমন্ত্রিত অতিথি, সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্যবৃন্দ।