প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তান-ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকের তথ্য প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেইজে জানানো হয়। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ফেসবুক পেইজে আরও জানানো হয়, একই দিনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সরকারপ্রধান।
ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নাগরিকদের নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছান।