মাটির পাতিল ১২০০ গ্রাম, দই ৮০০ গ্রাম!

টাঙ্গাইলের ভূঞাপুরে দইয়ের মাটির পাতিলের ওজন এক কেজি ২০০ গ্রাম আর দই মাত্র ৮০০ গ্রাম! বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ তথ্যের সত্যতা পান।
ভূঞাপুরে মিষ্টির দোকানে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ মিষ্টির দোকানকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা তার সঙ্গে ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাজিব হোসেন জানান, বিএসটিআইয়ের কাছে অভিযোগ ছিল ভূঞাপুরে মিষ্টির দোকানগুলোতে ওজনে কম দেওয়া হচ্ছে এবং মূল্য তালিকা নেই। পরে তাদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে দোকানগুলোতে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দুই কেজি দইয়ের মাটির পাতিলের ওজন এক কেজি ২০০ গ্রাম আর দই পাওয়া যায় মাত্র ৮০০ গ্রাম। এ ছাড়া মিষ্টি বিক্রির কাগজের মোড়কের ওজনও বেশি। এ সময় ১০ মিষ্টির দোকানমালিককে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
আগামীতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।