মিরপুর ছিন্নমূল মার্কেটের নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

মিরপুরের ছিন্নমূল বণিক সমবায় মার্কেটের নির্বাচিত কমিটির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ছিন্নমূল বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে হাফিজুর রহমান বলেন, গত ২৮ এপ্রিল, ২০২৪ তারিখে সমিতির ছয় সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন নির্বাচন আয়োজন ও সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সমিতির স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। তিনি জানান, সমিতির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তারা সমবায় সমিতি আইন, ২০০১ মোতাবেক অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগের জন্য জেলা সমবায় অফিসারের কাছে আবেদন করেন। এরপর জেলা সমবায় কার্যালয় থেকে ছয় সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয় এবং ১২০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে আদালতও নির্বাচনের এই নির্দেশনা বহাল রাখেন।
হাফিজুর রহমান অভিযোগ করেন, সমিতির সম্পদ আত্মসাৎকারী এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর ও যুবলীগ নেতা মাইনুল হোসেন খান নিখিলের একান্ত সহকারী আক্তার হোসেন দেওয়ান, মোক্তার হোসেন দেওয়ান এবং বাতিলকৃত সদস্য আব্দুর রব দেওয়ান নির্বাচনে অযোগ্য ও নিশ্চিত পরাজিত হওয়ার আশঙ্কায় অংশগ্রহণ করেননি। এখন তারা নির্বাচিত কমিটি বাতিলের চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আব্দুল মালেক মাদবর, সহসভাপতি মো. ইসহাক জোমাদ্দার, কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন রনি এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা ও আয়েশা বেগম।