সাভারে ব্যবসা প্রতিষ্ঠানে জাবির ৫ শিক্ষার্থী অবরুদ্ধ, উদ্ধার করল যৌথবাহিনী

পণ্যের দামাদামিকে কেন্দ্র করে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে দোকানের ভেতর আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। পরে যৌথবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ৫ শিক্ষার্থীকে উদ্ধার করে। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার বাজার বাস স্ট্যান্ডের পুরাতন ওভারব্রিজ সংলগ্ন রয়েল মার্কেটের একটি চশমার দোকানে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও ব্যবসায়ীদের বিবাদ যাতে ডালপালা ছাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গণিত বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও তার সহপাঠী ওই দোকানে হেডফোন কিনতে যান। দামাদামির এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে দোকানের মালিকসহ কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে ওই দোকানের মালিক অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের দোকান মালিকরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় ব্যবসায়ীদের মধ্যে খবর ছড়িয়ে পড়লে তারা শিক্ষার্থীদের অবরুদ্ধ করে রাখে।
উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে ছুটে যায় সাভার থানা পুলিশ, সেনাবাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জাকসুর নবনির্বাচিত নেতারা। এসময় শিক্ষার্থীদের উদ্ধার করার পাশাপাশি আহত দোকান মালিককে দেখতে মেডিকেলে যান জাকসু নেতারা।
সাভার মডেল থানার একজন কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সাধারণ ঘটনা যাতে বাড়তে না পারে সে ব্যাপারে সকলকে ধৈর্য এবং সহনশীলতা প্রদর্শনের পরামর্শ দেওয়া হয়েছে।