শায়েস্তাগঞ্জে ইঞ্জিন বিকল, বন্ধ ঢাকা-সিলেট ট্রেন চলাচল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের কাছে খোয়াই নদীর ব্রিজের ওপর সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে আটকে আছে। এর ফলে সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টাযর দিকে ট্রেনটি সিলেট অভিমুখে শায়েস্তাগঞ্জ স্টেশন ছাড়ার পরই এই ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধারের জন্য সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করা হবে। পাহাড়িকা শায়েস্তাগঞ্জ পৌঁছানোর পর তার ইঞ্জিন দিয়ে পারাবতকে টেনে আনা হবে। এই কাজ সম্পন্ন হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
পারাবত এক্সপ্রেসের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ স্টেশন ছেড়ে খোয়াই নদী পার হওয়ার সময় চলন্ত অবস্থায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে দেখি দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। ফিউজ পরিবর্তনের জন্য যান্ত্রিক কর্মীর প্রয়োজন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।