গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ

উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ‘অব্যাহত ষড়যন্ত্রে’র প্রতিবাদে গাজীপুরে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, পদমর্যাদা রক্ষায় সরকারের সুস্পষ্ট উদ্যোগ নেই। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে তারা জানান, যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। গতকালও একই দাবিতে তারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছিলেন
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি, যাতে অবরোধ তুলে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।