পঞ্চগড়ে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত ফুট লম্বা এই অজগর সাপটি উদ্ধার করেছে বনবিভাগ। ছবি : এনটিভি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রণচণ্ডী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আহত অবস্থায় সাপটি উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয়রা জানায়, অজগর সাপটি নদী থেকে উঠে এসে একটি জালে জড়িয়ে যায়। পরে স্থানীরা দেখতে পায়। খবরটি ছড়িয়ে পড়লে সাপটি দেখতে ছুটে আসে উৎসুক জনতা। পরে এটি উদ্ধার করা হয়৷
উপজেলা বিট কর্মকর্তা নূরুল হুদা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা গিয়ে অজগর সাপটি আহত অবস্থায় উদ্ধার করেছি। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে গেছেন কর্মকর্তারা। এটি লম্বায় সাত ফুট, ওজন পাঁচ কেজি৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সাপটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।