নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কাঁচপুর মধ্যপাড়া বিসিক এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), তাদের তিন মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও মৌরি (৬)। সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী সবিনয় দাস জানান, ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভান এবং দগ্ধদের হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ ঘটনায় পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী বাচার ৪৫ শতাংশ, কন্যা মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ এবং তিন্নির শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের লাইজারে লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। সকালে রান্না করতে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।