গণতন্ত্রবিরোধীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেছেন, গত এক মাসে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে প্রতীয়মান, যারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় না তারাই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা গার্লস স্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত এক মাসে যেসব খুন হয়েছে, নুরুল হক নুরের ওপর যে আক্রমণ হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অযাচিত কারণে যে ঝামেলা সৃষ্টি হয়েছে- সবই একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। যারা বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় না, জনগণের উন্নয়ন চায় না, স্বাস্থ্য ও শিক্ষাখাতে অগ্রগতি দেখতে চায় না, যারা দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায়, তারাই এইসব ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে আমাদের এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, যারা সংস্কার নিয়ে কথা বলছেন তাদের মনে রাখা উচিত- এদেশে যত ভালো কাজ হয়েছে, যত সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরেই হয়েছে। গণতন্ত্র ব্যাহত হলে, কথা বলার অধিকার ক্ষুন্ণ হলে, ভোটাধিকার ক্ষুন্ণ হলে বারবার বিএনপিই মাঠে নেমেছে। গত ১৭ বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আজকের এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করতে চাই- আমরা নতুন বাংলাদেশ গড়বো নতুন প্রজন্ম, ছাত্র ও যুব সমাজের জন্য। আর সেটা সম্ভব হবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রেখেই। এটিই আমাদের একমাত্র অঙ্গীকার।
সমাবেশে নগরকান্দা উপজেলা বিএনপিনেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাইফুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর নেতৃত্বে নগরকান্দা পেট্রোল পাম্প এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগরকান্দা গার্লস স্কুল মাঠে গিয়ে শেষ হয়।