সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে ছাত্রদল বিজয়ী হবে : রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত র্যালির আগে এক সমাবেশে এ কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।
আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ভোটগ্রহণ প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? গ্রামের মানুষ, এ দেশের সাধারণ মানুষ বলতে পারবে? এটা কখনও ব্যবহার করা হয়নি। এটি তো জনগণ চায় না।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন, আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান? সঙ্গে সঙ্গে কর্মীরা ‘না, না’ বলে স্লোগান দেন।
এ সময় জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায় বলে দাবি করেন রিজভী।
বিএনপির নেতাকর্মীদের সতর্ক থেকে নির্বাচনি প্রক্রিয়া ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপুণ রায়।
পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহার উপজেলা বিএনপির আয়োজনে একটি র্যালি অনুষ্ঠিত হয়।