কবরস্থানে চাঁদার দাবিতে হামলা-লুটপাটের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে অবস্থিত ‘শান্তির ঠিকানা’ নামক গণকবরস্থানে চাঁদার দাবিতে হামলা ও লুটপাটের অভিযোগ তুলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাউফল প্রেসক্লাবের বীরউত্তম সামসুল আলম মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে কবরস্থান কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শান্তির ঠিকানার আমমোক্তার মো. মুশফিকুর রহমান।
মুশফিকুর রহমান অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণকালে নাহিদ ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নাহিদ ও তার সহযোগীরা নির্মাণকাজে জড়িতদের ওপর হামলা চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ১৪ ফেব্রুয়ারি বাউফল থানায় মামলা দায়ের করা হয়।
তবে অভিযুক্ত নাহিদ ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষ হওয়ার আগেই আমাদের বিরুদ্ধে বারবার ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে চাঁদাবাজি ও হামলার প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।