চাঁদা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ গণঅধিকার নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর দুমকিতে চাঁদা না পেয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ওরফে ফোরকানকে মারধরের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নেতা হলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. মুন্না জহির।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মাতৃত্বকালীন ভাতার বিষয়ে কাজ করছিলেন। এ সময় মুন্না জহিরের নেতৃত্বে সাত-আট জন যুবক কক্ষে ঢুকে হাফিজুর রহমানের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে তাকে টেনে হিঁচড়ে বাইরে এনেও মারধর করা হয়। পরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।
মারধরের অভিযোগ তুলে হাফিজুর রহমান বলেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির কয়েকদিন ধরে তার কাছে দল চালানোর খরচ বাবদ চাঁদা দাবি করে আসছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে এ হামলা চালানো হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে এবং থানায় অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মুন্না জহির বলেন, এলাকার একটি রাস্তার কাজে বিলম্ব ও অনিয়ম নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। কিন্তু মারধরের অভিযোগ সঠিক নয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।