সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো এ শুনানি চলছে। যাদের দাবি আপত্তির ওপর শুনানি হচ্ছে, তারা তাদের যুক্তি উপস্থাপন করছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত শুনানিতে অংশ নিয়েছেন অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ দাবি-আপত্তিকারীরা।
ইসি কর্মকর্তারা জানান, আজ ১৬৭ মানিকগঞ্জ-১, ১৬৮ মানিকগঞ্জ-২, ১৬৯ মানিকগঞ্জ-৩, ১৭০ মুন্সীগঞ্জ-১, ১৭১ মুন্সীগঞ্জ-২, ১৭২ মুন্সীগঞ্জ-৩, ১৯৪ গাজীপুর-২, ১৯৮ গাজীপুর-৬, ২০১ নরসিংদী-৩, ২০২ নরসিংদী-৪, ২০৩ নরসিংদী-৫, ২০৬ নারায়ণগঞ্জ-৩, ২০৭ নারায়ণগঞ্জ-৪, ২০৮ নারায়ণগঞ্জ-৫, ১৭৩ ঢাকা-১, ১৭৪ ঢাকা-২, ১৭৫ ঢাকা-৩, ১৭৬ ঢাকা-৪, ১৭৭ ঢাকা-৫, ১৭৮ ঢাকা-৬, ১৭৯ ঢাকা-৭, ১৮২ ঢাকা-১০, ১৮৬ ঢাকা-১৪, ১৮৭ ঢাকা-১৫, ১৮৮ ঢাকা-১৬, ১৯০ ঢাকা-১৮ ও ১৯১ ঢাকা-১৯ শুনানি আসনের হবে।
আগামীকাল ২৭ আগস্ট রংপুরের ৭টি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের ৩টি, ফরিদপুরে ১৮টি ও সিলেট অঞ্চলের ২টি দাবি-আপত্তির শুনানি হবে। শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।
এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়। বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এ ছাড়া পরিবর্তন আনা হয় মোট ৩৯টি আসনে। সেই খসড়ার ওপর আসা দাবি-আপত্তির শুনানি করছে ইসি।