‘বুয়েট থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকা লজ্জার’

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, দেশে দক্ষ প্রকৌশলীর অভাবে বিদেশি প্রকৌশলীদের ওপর নির্ভর করতে হচ্ছে। অথচ প্রতি বছর বুয়েট থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দেশে দক্ষ প্রকৌশলী নেই। এটি লজ্জার বিষয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য দক্ষ প্রকৌশলী তৈরির মাধ্যমে বিদেশিদের ওপর নির্ভরতা কমানো।
আজ রোববার (২৪ আগস্ট) সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ৪৮ কিলোমিটার ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, সেতু মন্ত্রণালয়ে একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট প্ল্যান হাতে নেওয়া হয়েছে। যেখানে সব পথকে একত্রে দেখানো হবে। সড়ক, রেল ও নৌ পথ যেটি উপযুক্ত সেখানে গুরুত্ব দেওয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, আমাদের আশপাশের দেশের তুলনায় সড়কের নির্মাণ ব্যয় বেশি এবং এটি দুর্নীতির জন্যও একটি বড় ক্ষেত্র। সঠিক পদক্ষেপ নিলে নির্মাণ ব্যয় ২০-৩০ শতাংশ কমানো সম্ভব। তিনি বলেন, ভূমি অধিগ্রহণ ব্যয়বহুল। তাই অন্যান্য পরিবহণ ক্ষেত্রে গুরুত্ব বাড়াতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি টোল প্লাজা ও সড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।