খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার

গাজীপুরে ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস সড়কের ১৮ কিলোমিটার অংশ আজ রোববার (২৪ আগস্ট) যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ফিতা কেটে এই অংশের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন, পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, জেলা প্রশাসক নাফিসা আরেফীনসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানিয়েছেন, এই সড়ক পিপিপি ভিত্তিতে জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর পর্যন্ত ফোর লেনে উন্নীতকরণের প্রকল্পের অংশ। সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়ক ডিবিএফওটি মডেল অনুসরণে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে সংযুক্ত। উদ্বোধনকৃত অংশ চালু হওয়ায় পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম বন্দর থেকে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দিকে দ্রুত যাতায়াত করতে পারবে। এর ফলে ঢাকা শহরে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রকল্পের নির্মাণকাজ আগামী বছরের জুনে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।