আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নির্বাচনি আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। অবরোধে আটকে পড়ে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এতে বেশি অসুবিধায় পড়েন নারী ও শিশুরা।
আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে সাভারে বলিয়ারপুর এলাকায় এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
সম্প্রতি নির্বাচনি আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন। এতে ঢাকা-১৯ আসনে (সাভার) থাকা বনগ্রাম ইউনিয়ন সাভার থেকে বাদ দিয়ে সংযুক্ত করা হয় ঢাকা-২ (কেরাণীগঞ্জ) আসনের সঙ্গে। এর প্রতিবাদে সকাল থেকেই বলিয়ারপুর বাসস্ট্যান্ডে সমবেত হন এলাকাবাসী। মানববন্ধন করে নির্বাচনি আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ জানান তারা। এক পর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের উভয়পাশে আটকে পড়ে কয়েক হাজার যানবাহন। পরে পরিবহণ ব্যবহারকারীদের অনুরোধে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।