অর্থের অভাবে থেমে আছে বাবুলের ক্যানসার চিকিৎসা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নের উত্তর ছাটগোপাল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাবুল ইসলাম (২৮) ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছেন। কোমরের বাম পাশে বিশাল টিউমারের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। হাত-পা শুকিয়ে গেছে। হারিয়েছেন কর্মক্ষমতা।
একসময় বাবুল সিরাজগঞ্জে তাঁতের কারখানায় কাজ করতেন। প্রায় দুই বছর আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা চলছে। ইতোমধ্যে তাকে সাত দফা কেমোথেরাপি দেয়া হয়েছে।
চিকিৎসার পেছনে যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে। বিক্রি করতে হয়েছে গরু ও শেষ সম্বল ১২ শতক জমি। এখন অর্থাভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাবুলকে সুস্থ করতে অপারেশন ও রেডিও থেরাপি জরুরি। এতে প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন।
নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে বাবুল ইসলাম বলেন, তাঁত কারখানায় কাজ করতাম। চিকিৎসার পেছনে জমি ও গরু বিক্রি করেছি। যা কিছু সঞ্চয় ছিল সবই শেষ হয়ে গেছে। এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না।
বাবুলের স্ত্রী সুমাইয়া খাতুন বলেন, মানুষটা দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করতে পারছে না। শুয়েও কষ্ট পায়। একমাত্র ছেলেটার বয়স এক বছর। মানুষটা না থাকলে আমাদের কি হবে, সংসার কীভাবে চলবে, কীভাবে চিকিৎসা করাব বুঝতে পারছি না। দেশের মানুষ সহযোগিতার হাত বাড়ালে বাবুলকে বাঁচানো সম্ভব।
বাবুলের ভাই ময়নাল জানান, চিকিৎসকদের মতে বাবুলকে পুরোপুরি সুস্থ করতে অপারেশন ও রেডিও থেরাপি করাতে হবে। এতে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হবে।
শিলখুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। ক্যানসারের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য তাদের নেই। দানশীল ব্যক্তি ও সংগঠন সহযোগিতা করলে পরিবারটি উপকৃত হবে।
বাবুলকে বাঁচাতে আর্থিক সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানো যাবে-
নগদ/বিকাশ/রকেট : ০১৭৩৭৬৪৮৭৬৩ (পার্সোনাল)
ন্যাশনাল ব্যাংক, ভূরুঙ্গামারী শাখা, হিসাব নম্বর : মো. ময়নাল হক, ১-২২০-০০৫-৩৬৯৯৬১