‘আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততা কমাবে বাল্যবিয়ে’

কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবারের অভিভাবকদের নিয়ে আয়-বৃদ্ধিমূলক ও ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে রৌমারী আরডিআরএস অফিস হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার দিনব্যাপী (১৮-২১ আগস্ট) এই প্রশিক্ষণ আয়োজন করেছে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ। আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে এনআরকে-টেলিথন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার। প্রশিক্ষণ পরিচালনা করেন আরডিআরএস সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর শাহীনুর ইসলাম জীবন।
এ সময় অতিথিরা বলেন, আয়মুখী কর্মকাণ্ডে অভিভাবকদের সম্পৃক্ত করা গেলে কিশোরীদের বাল্যবিয়ের ঝুঁকি অনেক কমে আসবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়নের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে। অনুষ্ঠানে মোট ৩০ জন উপকারভোগী পরিবার অংশগ্রহণ করছেন।