অবৈধপথে ভারতে যাওয়ার সময় যশোরে আটক ৮

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বাংলাদেশি ৮ নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে শার্শা উপজেলার গোগা বিজিবি ক্যাম্পের একটি টহলদল তাদের আটক করে।
আটকরা হলেন ফাহিমা খাতুন (২০), মমিনা বেগম (৩০), জান্নাতুল ফেরদৌস (৩২), সুবাস বিশ্বাস (৫০), পিতো বিশ্বাস (৫০), অপর্ণা বিশ্বাস (৪০), সাধনা বিশ্বাস (৪৬) ও হাবিবুর রহমান (৩০)। আটকদের বাড়ি খুলনা ও যশোর জেলায়।
বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার ভোররাতে শার্শা উপজেলার গোগা বিজিবি ক্যাম্পের একটি টহলদল গোগা গাজীপাড়া সীমান্তবর্তী গ্রামে টহল দেওয়ার সময় কয়েকজন নারী-পুরুষকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে আটক করে।
আটক সুবাস বিশ্বাস বিজিবির কাছে জানান, তারা বৈধ কাগজপত্র বা পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গোগা বিওপির একটি টহল দল ঐ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে হাবিবুর রহমানের বাড়ি শার্শার গোগা গ্রামে।
বিজিবির অধিনায়ক আরও জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে সীমান্তে বিজিবি কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। হাবিবুর রহমানসহ আটকদের আজ সকালে শার্শা থানায় সোপর্দ করা হয়।