বসুন্ধরায় বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরি, গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে ৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী আয়েশা আক্তার ওরফে হালিমা আক্তার (১৮) ও দারোয়ান মো. দেলোয়ার হোসেনকে (৬০) দুদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আজ দুই আসামিকে হাজির করে সাত দিন রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির (ওয়ারী জোন) উপপরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার।
পুলিশ জানায়, রাজধানীর ভাটারা থানায় মামলাটি করেন সাদিয়া আক্তার সাথী।
মামলার নথি থেকে জানা গেছে, গত ২৯ মে রাত ১১টায় মামলার বাদী জমি কেনার করার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা তুলে বাসার বক্স-খাটের নিচে লাগেজের ভেতরে রাখেন। গত ৩০ মে সকাল ৯টায় আসামিরা বাদীর বাসায় কাজ করতে আসেন। আসামিরা ঘরের কাজ শেষ করে বাদীকে না জানিয়ে দ্রুত চলে যায়। ওইদিন জমি কেনার জন্য টাকা বের করতে গেলে টাকাগুলো পাওয়া যায়নি। পরে ঘরের আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে টাকাগুলো খুঁজে পাওয়া যায়নি। একপর্যায়ে বাদী জানতে পারেন, আসামিরা খাটের নিচে থাকা লাগেজ থেকে নগদ ৫৫ লাখ টাকা চুরি করে নেয়। পরবর্তীতে টাকাগুলো নিয়ে তারা আত্মগোপন চলে যায়।