চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫ টায় আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, ছোট একটি পিকআপ ভাটিয়ারী থেকে নগরীর ফিশারিঘাট যাচ্ছিল। সিটি গেইট এলাকায় এলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে দুজন নিহত হন।
বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্থানীয়দের।
চমেক হাসপাতালের পুলিশ ফাড়ির পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, হতাহতের মধ্যে তিন জনের নাম পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন-রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। তারা ৯ জন পিকআপ করে ফিশারিঘাট যাচ্ছিলেন। সীতাকুন্ড জেলে পাড়া থেকে ফিশারিঘাট মাছের আড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় তাদের বহনকারী পিকআপ।
নিহতদের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।