হিন্দুকুশ হিমালয় পার্লামেন্টারিয়ানস মিটে যোগ দিচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল

পার্বত্যন বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে হিন্দুকুশ হিমালয় (এইচকেএইচ) পার্লামেন্টারিয়ানস মিট ২০২৫-এ অংশ নিতে নেপাল গেছেন বাংলাদেশি প্রতিনিধিদল। রোববার (১৭ আগস্ট) তারা বিকেলে কাঠমান্ডুতে পৌঁছেছেন। সম্মেলনটি আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশি প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এবং ন্যাশনাল সিটিজেন পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, চীন, ভুটান, মিয়ানমার ও পাকিস্তান থেকে সংসদীয় প্রতিনিধিরা যোগ দেবেন।
স্থানীয় সময় সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হবে। এতে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল প্রধান অতিথি ও স্পিকার দেবরাজ ঘিমিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী, অরণ্য ও পরিবেশ মন্ত্রী এবং আইসিমড মহাপরিচালক পেমা গায়মাত্সোসহ বিভিন্ন দেশের বিশেষ অতিথিরাও উপস্থিত থাকবেন।