রিকশাচালক আজিজকে গ্রেপ্তারের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর থেকে রিকশাচালক মো. আজিজুর রহমানকে গ্রেপ্তারের ঘটনায় ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একইসঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ রোববার (১৭ আগস্ট) অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। একইসঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
দায়েরকৃত মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।