জয়পুরহাটে গভীর নলকূপের ঘরে নৈশপ্রহরীকে হাত-পা বেঁধে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কলিঙ্গা মাঠে গভীর নলকূপের ঘর থেকে সাঈদ ফকির (৬১) নামে এক নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি পার্শ্ববতী বেলগাড়ি গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, ‘কলিঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর গভীর নলকূপে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন সাঈদ ফকির। মৌসুম শেষ হওয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার পাহারা দিতে তিনি রাতে গভীর নলকূপের ঘরে ছিলেন। গতরাতের কোন এক সময় দুর্বৃত্তরা রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে আজ (শুক্রবার) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’