রায়পুরা ম্যারাথনে অংশ নেবেন দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদ

নরসিংদীর রায়পুরায় দেশ-বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে হবে রায়পুরা ম্যারাথন। ‘রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ’স্লোগানে এবারও রায়পুরায় আয়োজন হচ্ছে আন্তর্জাতিক মানের এই ম্যারাথন প্রতিযোগিতা।
রায়পুরা উপজেলা প্রশাসন ও রায়পুরা রানার্স কমিউনিটির যৌথ আয়োজনে ৩ অক্টোবর ভোরে উপজেলা পরিষদের গেইট থেকে দৌড়বিদরা তিনটি ক্যাটাগরির মাধ্যমে ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেবেন। নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী ম্যারাথনের উদ্বোধন করার কথা রয়েছে।
রায়পুরা উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার (১১ আগস্ট) বিকেলে রায়পুরা ম্যারাথনের প্রস্তুতি সভা হয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে সভায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা ম্যারাথনের স্পন্সর ওয়াটসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
রায়পুরা রানার্স কমিউনিটির ডিরেক্টর সবুজ শিকদার জানান, গত বছরের মতো এবারও রায়পুরায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মানের ম্যারাথন। বাংলাদেশের বুকে রায়পুরাকে ব্র্যান্ডিং করতে বৃহৎ এই প্রচেষ্টা। আগামী ৩ অক্টোবরের এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সবুজ শিকদার আরও জানান, ম্যারাথনের দিন নরসিংদী-রায়পুরা আন্তঃজেলা সড়কের ১২ কিলোমিটার এলাকা দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় সাজসজ্জাসহ প্রস্তুত করা হবে। এতে ২ শতাধিক স্বেচ্ছাসেবক, প্রায় অর্ধশত পুলিশ, সেনাবাহিনীর একটি টিম, অর্ধশত আনসার সদস্যসহ গ্রাম পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
এছাড়াও একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম চিকিৎসাসেবা দেবেন। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। এর আগের দিন সন্ধ্যায় ম্যারাথন উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জামায়াতে ইসলামী রায়পুরা সদর শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, পশ্চিম শাখার আমির মাওলানা মো. আদিল ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সী, রায়পুরা রানার্স কমিউনিটি অ্যাডমিন সাদেক হোসেন খোকাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।