নরসিংদীতে আজ এনসিপির পদযাত্রা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ নরসিংদীতে পথসভা ও সমাবেশে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। এই কর্মসূচিকে ঘিরে পুরো জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।
আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন জেলার নেতৃবৃন্দ।
জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতারা মঙ্গলবার (২৯ জুলাই) রাতেই গাজীপুর থেকে পথসভা শেষ করে নরসিংদীতে রাতযাপন করেন। বুধবার দুপুরে তারা নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় পদযাত্রা শুরু করে বিকেল ৫টায় পৌরসভা চত্বরে পথসভায় অংশ নেবেন।
এদিকে, সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির জেলা নেতৃবৃন্দ। জেলার প্রতিটি উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের কথা জানিয়েছেন তারা।
সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা মঞ্চ প্রস্তুতির শেষ মুহূর্তের কাজে ব্যস্ত সময় পার করছেন।
নেতাকর্মীরা বলছেন, নরসিংদী এনসিপির ঘাঁটি- এটা আজকের সমাবেশই প্রমাণ দেবে। তারা আশা করছেন, অন্যান্য জেলার তুলনায় নরসিংদীতে মানুষের উপস্থিতি হবে সবচেয়ে বেশি। ‘সবাই জুলাই যোদ্ধাদের’ দেখার ও বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।