জুলাইযোদ্ধার তালিকায় নাম না থাকায় সংবাদ সম্মেলন

নরসিংদীতে জুলাইযোদ্ধা-২৪ তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক জুলাইযোদ্ধা । পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা মাধবদী থানার ভগীরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।
আজ রোববার (১০ আগস্ট) দুপুরে ভগীরথপুর এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন আহত নাছির মোল্লা।
সংবাদ সম্মেলনে নাছির মোল্লা জানান, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের দাবিতে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেন তিনি। ১৯ জুলাই আন্দোলনে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেল ও গুলিবর্ষণে হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরবর্তী সময়ে পুনরায় আন্দোলনে নামেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অন্তর্বতী সরকার জুলাইযোদ্ধার তালিকা প্রকাশ করে। সেই তালিকায় তাঁর নাম উঠানো হয়নি। অথচ আন্দেলনে গুলিবিদ্ধ ও ককটেল বিস্ফোরণে আহত তিনি। তাই তিনি ক্ষোভ প্রকাশ করে এই সংবাদ সম্মেলন করছেন।
নাছির মোল্লা আরও জানান, আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন কি আন্দোলনে আহত হয়ে প্রতিবন্ধীর মতো জীবন কাটালেও তার খোঁজ-খবর কেউ নেয়নি। তাই জুলাইযোদ্ধা তালিকা থেকে বাদপড়া আহত ও নিহতদের নাম জুলাইযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজ সেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন।