সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে রৌমারীতে মানববন্ধন

গাজীপুরের চন্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে রৌমারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় রৌমারী উপজেলা চত্বর সংলগ্ন ঢাকা- রৌমারী মহাসড়কে উপজেলার সকল সাংবাদিকের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান তারা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এসএম সাদিক হোসেন, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আকতারুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল, রৌমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিতেন চন্দ দাস, দৈনিক বর্তমানের উপজেলা প্রতিনিধি ইয়াসির আরাফাত নাহিদ, যায়যায় দিনের প্রতিনিধি মিজানুর রহমান মিনু, সাংবাদিক নাজিম আহমেদ, কালের কণ্ঠের রাজিপুর উপজেলা প্রতিনিধি দৈনিক সোহেলা রানা স্বপ্ন, এশিয়ান টিভির প্রতিনিধি মুরাদুল ইসলাম, কালবেলার প্রতিনিধি সাখাওয়াত হোসেন শাখা, তথ্যধারার প্রতিনিধি সাইফুল ইসলাম এবং এনটিভি অনলাইন ও দৈনিক ভোরের কাগজ রৌমারী প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অপব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের ছবি প্রদর্শন করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা, যা দেশের গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি।