উন্নয়নের ৫ দাবিতে বরিশালে মানববন্ধন

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ঢাকা–বরিশাল নিয়মিত বিমান চলাচল, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রেললাইন সংযোগ, বরিশালের স্বাস্থ্যসেবার উন্নয়ন, বরিশাল-ভোলা সেতু নির্মাণ করার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি আয়োজনে ২৭ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মজিবর রহমান সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, গণসংহতি আন্দোলনের বরিশালের সমন্বয়কারী দেওয়ান আব্দুর রশিদ নীল, গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস মিঠু, অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলুসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ২৭ দফা দাবি বাস্তবায়নসহ বরিশাল বিভাগের উন্নয়নে বর্তমান সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তারা বলেন, দীর্ঘদিন ধরে এই দক্ষিণাঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত। যার কারণে এটা এখন জনমানুষের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।