নির্বাচনের মাধ্যমে ড্যাবের কমিটি গঠন গণতন্ত্র পরিচর্যার অংশ : ডা. রফিক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনের মাধ্যমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কমিটি গঠন করা গণতন্ত্র চর্চারই একটি অংশ। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এই গণতান্ত্রিক ধারা বজায় রাখবে।
সোমবার (১১ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. রফিকুল ইসলাম বলেন, তুমুল প্রতিযোগিতামূলক এই নির্বাচনে একটি প্যানেলের জয় ও অন্যটির হার স্বাভাবিক। তিনি বিজয়ী প্যানেলকে ৫২ দশমিক ৮৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
বিএনপির এ নেতা বলেন, পরাজিত প্যানেলটিও ৪৬ দশমিক ৯৪ শতাংশ ভোট পেয়েছে, যা প্রমাণ করে চিকিৎসক সমাজে তাদেরও ব্যাপক গ্রহণযোগ্যতা আছে। তাই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেওয়ায় তিনি পরাজিত প্যানেলকেও ধন্যবাদ জানান।
ডা. রফিক বলেন, এক অদৃশ্য শক্তির মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তাই তিনি বিজয়ী ও বিজিত উভয় প্যানেলকে বিদ্বেষ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
বিএনপির এই নেতা বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিজয়ী পরিষদের উচিত হবে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্য সুদৃঢ় করে ড্যাবের হারানো গৌরব ফিরিয়ে আনা। একই ভাবে তিনি পরাজিত প্যানেলকে বিজয়ী প্যানেলের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার অনুরোধ জানান।
ডা. রফিক আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে সমুন্নত রাখতে এবং দল ও দেশকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি জাতীয়তাবাদী চিকিৎসকের কর্তব্য হলো মিলেমিশে একই লক্ষ্য নিয়ে কাজ করা।