নির্বাচনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
আজ রোববার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, র্যাব-১০ কার্যালয়, মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।
এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী কেন্দ্রীয় কারাগারে আটক কয়েদি ও আসামিদের খোঁজখবর নেন, জেলখানার কার্যক্রম পরিদর্শন করেন, জেলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি র্যাব-১০ হেড কোয়ার্টার, কেরানীগঞ্জ মডেল থানা ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন উপলক্ষে কোথায় কী ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে, তার জন্য আমার দেখতে আসা। ভোটকেন্দ্রের নিরাপত্তাসহ ভোটারদের নিরাপত্তার বিষয়ে নির্বাচন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বুথ করে দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজর দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। অতীতের তুলনায় এবার আনসার, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য বেশি মোতায়েন করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনি প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেগুলো সরেজমিনে গিয়ে দেখা হচ্ছে, কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বাহিনীর সদস্যদের বডি ক্যামেরাসহ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানোর চিন্তা করা হচ্ছে।