তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী– এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কাণ্ডারি, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি এখানে আছেন, আমি এটা তার দৃষ্টিতে আনতে চাই। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক, তিনি এ বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। কারণ ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা একটা বিশাল দায়িত্ব।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিএনপির মহাসচিব তাদের থামিয়ে বলেন, থামুন, থামুন, স্লোগানের রাজনীতি বাদ দিতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশে সেরা, সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি, তা আমাদের ধ্বংস করে দিয়েছে।