সবার সক্রিয় অংশগ্রহণে বাসযোগ্য ঢাকা গড়া সম্ভব : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।
আজ শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে ৫ শতাধিক তরুণ অংশ নেন। এই ইভেন্টের মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
মোহাম্মদ এজাজ বলেন, ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।
‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিলোমিটার ও ৭ দশমিক ৫ কিলোমিটার দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নগর সবুজায়নের প্রতীক হিসেবে প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়।

আয়োজক সংস্থা ব্রাইটার্সের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তারা বিশ্বাস করে, তরুণ প্রজন্মই এমন একটি ঢাকা গড়তে পারে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।