মাদ্রাসা একটি রাজনৈতিক দলের আখড়ায় যেন পরিণত না হয় : সালাহউদ্দিন আহমদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজনকারী দল এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে সংযুক্তকারী দল। এবারও সংস্কার কমিশনে আমরা এর পক্ষে অবস্থান নিয়েছি এবং প্রতিষ্ঠিত হয়েছে। আমরাও মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ চাই। কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গন যেন একটি নির্দিষ্ট দলের রাজনীতির আখড়ায় পরিণত না হয়।
রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃবৃন্দের সঙ্গে লিয়াজোঁ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
এর আগে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে ইসলাম, কোরআন, সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোন আইন প্রণীত হবে না। আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী সমস্ত মানুষের সাথে কথা বলেছি। আমরা হাটহাজারী মাদরাসায় গিয়েছিলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নায়েবি আমীরের সাথে কথা বলেছি, ছারছীনা পীর সাহেবের সাথে দেখা করেছি, আলিয়া মাদরাসা ধারার যেসকল মুরব্বি আছেন তাদের সাথে দেখা করেছি, কথা বলেছি। উদ্দেশ্য একটাই বাংলাদেশের সকল জনগোষ্ঠিকে আমরা একত্রিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। সবাইকে একত্রে ধারণ করে, বাংলাদেশের গণমুখী চেতনাকে ধারণ করে সম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেজন্য আমরা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সকল মতাদর্শের মানুষের সাথে কথা বলেছি। যাতে সবাইকে একসঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সমুন্নত করা যায়, দৃঢ় করা যায়। বিভক্তি নয় আমরা ঐক্য চাই।
স্বাগত বক্তব্য দেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী। এসময় জমিয়াতের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।