২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগামী ২৩ আগস্ট ঢাকা সফরে আসছেন। আজ সোমবার (৪ আগস্ট) এই তথ্য বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জানা গেছে, সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করবেন। ২৪ আগস্ট তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ও অন্যান্য কার্যক্রমেও অংশ নেবেন।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসার বিষয়টি নিশ্চিত করে তৌহিদ হোসেন জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর এই সফর স্থগিত হয়েছিল। পাকিস্তান ও ভারতের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণহানির এক ঘটনার পর উত্তেজনা বেড়ে যাওয়ায় সফরটি পিছিয়ে দেওয়া হয়েছিল।
তখন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২০২৫ সালের ২৭-২৮ এপ্রিল বাংলাদেশে সফর করতে পারছেন না। পরবর্তীতে দুই পক্ষ পারস্পরিক পরামর্শের মাধ্যমে নতুন তারিখ চূড়ান্ত করে।
২০২৫ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ পাকিস্তানের কাছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা ও বকেয়া আর্থিক দাবিসহ ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয়গুলো উত্থাপন করে।
তৎকালীন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, আমাদের সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়ার জন্য এসব বিষয় সমাধান হওয়া প্রয়োজন।
বাংলাদেশ মনে করছে, ওই বিষয়গুলো আলোচনায় থাকার জন্য পাকিস্তান ইচ্ছা প্রকাশ করেছে। ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার এই কথাবার্তা প্রায় ১৫ বছর পর শুরু হয়েছে।
গত জুলাই মাসের শেষ সপ্তাহে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবিক সংকটের বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তান গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করে।