ময়মনসিংহে ভারতীয় মদসহ আটক ৩

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় পিকআপ ভ্যানে করে পাচারের সময় ১৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজের পূর্ব পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর এলাকার মো. বেলাল (৩৩), ধোবাউড়া উপজেলার চারুয়াপাড়া এলাকার জয়পল (১৬) ও গাজীপুর জেলার জয়দেবপুরের উত্তর বিলাসপুর এলাকার মো. তৈয়ব আলী (১৯)।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানে মালামালের নিচে অভিনব কায়দায় মাদক পাচার করা হচ্ছে বলে জানতে পারি। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার পঞ্চনন্দপুর ব্রিজ এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। পরে সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এ সময় চালকসহ তিনজনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।