ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
নির্বাচন কমিশনের (ইসি) আরও ৫২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ নিয়ে গত ১৭ দিনে মোট ১৭৪ জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বদলির আদেশ জারি করা হয়। এর আগে দুই দফায় কর্মকর্তাদের বদলি করা হয়েছিল।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এটি মূলত আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে চলমান রদবদল।
এর আগে গত ১৫ জুলাই ৫১ জন ও ২৭ জুলাই ৭১ জন কর্মকর্তাকে বদলি করে ইসি। এই ১৭৪ জন কর্মকর্তার মধ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।