যেসব নদ–নদীর পানি বাড়তে পারে

সারা দেশের নদ-নদীর পরিস্থিতি নিয়ে তিনদিনের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়, তিস্তা, ধরলা, সারিগোয়াইন, মনু, খোয়াই, সুরমা, কুশিয়ারা ও ব্রহ্মপুত্র নদীসমূহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।
গতকাল বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে আগামী শনিবার (২ আগস্ট) পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, সকল প্রধান নদ-নদীর পানি সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম অঞ্চলে এবং দেশের উজানে ভারতের মেঘালয় ও সিকিম প্রদেশে মাঝারি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। দেশের ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসমূহে ও তৎসংলগ্ন উজানে ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে; অপরদিকে দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে; আগামী তিনদিন উক্ত নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং এ সময়ে তিস্তা নদীর পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, মনু ও খোয়াই নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে যাদুকাটা, ধলাই, ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং জিঞ্জিরাম নদীর পানি সমতল স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতলে আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে এবং আগামী ৪৮ ঘণ্টায় শেরপুর ও নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের গোমতী, ফেনী, সেলোনিয়া ও মুহুরি নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে; রহমতখালি খাল ও নোয়াখালী খাল নদীর পানি সমতলে স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে।
সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে এবং এসব নদীর পানি সমতলে আগামী তিনদিন বাড়তে পারে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। এসব নদীর পানি সমতলে আগামী তিনদিন হ্রাস পেতে পারে এবং পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
ব্রহ্মপুত্র নদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং যমুনা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। এসব নদ-নদীর পানি সমতলে আগামী পাঁচদিন বৃদ্ধি পেতে পারে। তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।