বাড়ছে দেশের প্রধান নদ-নদীর পানি

দেশের বেশির ভাগ প্রধান নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। তবে পানি বাড়লেও এখনও সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত নদ-নদীর পূর্বাভাসে আজ বুধবার (১৩ আগস্ট) একথা জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার, গঙ্গা ও পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা, রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা ও আপার আত্রাই এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের ভুগাই ও জিঞ্জিরাম নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে এবং উজানে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মাঝারি থেকে মাঝারি ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। রংপুর বিভাগে ও তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও অরুণাচল প্রদেশে আগামীকাল পর্যন্ত ভারি থেকে অতি-ভারি এবং দেশের অভ্যন্তরে সিলেট, ময়মনসিংহ বিভাগসমূহে ও তৎসংলগ্ন উত্থানে ভারতের আসাম ও মেঘালয় প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময়ে উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ধরলা নদীর পানি সমতলে হ্রাস পেয়েছে। আজ বা কাল পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এসময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে দুদিন পর থেকে নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে।
গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। গঙ্গা নদীর পানি সমতলে আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে এবং এসময়ে গঙ্গা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুদিন পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে এবং চতুর্থ ও পঞ্চম দিন হ্রাস পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতলে আগামী চারদিন বৃদ্ধি পেতে পারে। এসময়ে পদ্মা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে সতর্কসীমার প্রবাহিত হতে পারে।
ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এসব নদ-নদীর পানি সমতলে আগামী দুদিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। তবে পরবর্তী দুদিন পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা ও আপার আত্রাই নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যমুনেশ্বরী, টাঙ্গন ও পুনর্ভবা নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। ঘাঘট ও করতোয়া নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী তিনদিন এসব নদীর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে। এসময়ে আত্রাই নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
সিলেট ও ময়মনসিংহ বিভাগের ভুগাই ও জিঞ্জিরাম নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুরমা, কুশিয়ারা, লুবাছড়া, ঝালুখালি, সারিগোয়াইন, যাদুকাটা, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি সমতলে গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। ধলাই ও কংস নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। এসব নদীর পানি সমতলে আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুদিন বৃদ্ধি পেতে পারে। সোমেশ্বরী, জুলাই ও কংস নদীর পানি আজ ও আগামীকাল থেকে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
অপরদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।