নিম্নচাপের প্রভাবে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

গভীর নিম্নচাপের ফলে ঝালকাঠিতে বেড়েছে নদীর পানি। সেই সাথে শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি আর থেমে থেমে চলছে ঝড়ো হাওয়া। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদী পাড়ের মানুষ।
জেলার সুগন্ধা, বিষখালী, হলতাসহ ১২টি নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বেড়েছে। ফলে নদী তীরবর্তী অসংখ্য ঘরবাড়ি এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক জায়গায় নদী আর সড়ক এক হয়ে গেছে।
জেলা শহরের নতুনচর, কলাবাগান, কাঠপট্টিসহ বেশ কিছু এলাকায় বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে অনেক স্থানে। জেলায় প্রায় ২ লাখ মানুষ নদী-নিকটবর্তী এলাকায় বসবাস করেন, যারা এখন উদ্বেগ আর দুর্ভোগে দিন পার করছেন।
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানে বেড়িবাঁধ অতিক্রম করেও পানি ঢুকছে। নদী তীরের মানুষগুলোকে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে। বেশি পানি বাড়লে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে।