পাঁচ ঘণ্টা পরও আসছে আহতরা, সাইরেনের শব্দে ভারি হাসপাতাল এলাকা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পাঁচ ঘণ্টা পার হলেও এখনও আহতদের হাসপাতালে আনা-নেওয়ার কাজ চলছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে থেমে থেমে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স, আর তার সাইরেনের শব্দে চারপাশের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
আজ সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বহু মানুষ দগ্ধ হয়েছেন, যাদের অনেকে এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন।
সন্ধ্যা ৬টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে একের পর এক রোগী আসছে। আনসার বাহিনী, পুলিশ, র্যাব এবং স্বেচ্ছাসেবকরা জরুরি বিভাগে দগ্ধদের ঢুকতে সহায়তা করছেন।
দেখা গেছে, কারও হাতে স্ট্রেচার, কেউ বা করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন—স্বজন হারানোর বেদনায় হাসপাতালে যেন নেমে এসেছে এক বিষাদের ছায়া। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক গুরুতর রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে, বিভিন্ন হাসপাতালে মোট কতজন রোগী চিকিৎসাধীন আছেন, সে বিষয়ে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি।