ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত, অব্যবস্থাপনার অভিযোগ

ঝিনাইদহে পাঁচ কিলোমিটার প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ করেছে অংশগ্রহণকারীরা। ম্যারাথনে অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে চারজন।
আজ শুক্রবার (১৮ জুলাই) মাসব্যাপী জুলাই অভ্যত্থানের কর্মসূচির অংশ হিসেবে এ ম্যারাথনের আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ ম্যারাথন শুরু হয়। জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
ম্যারাথন উপকমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় ও যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক বিলকিস আফরোজ অব্যস্থাপনার অভিযোগ অস্বীকার করেছেন। বিলকিস আফরোজ জানান, কিছু বিষয়ের আয়োজন জেলা প্রশাসন করেছে।
ম্যারাথনে অংশগ্রহণকারী ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শারমীন সুলতানা অভিযোগ করেন, ম্যারাথন আয়োজনে কিছু বিষয়ে প্রশাসনের ঘাটতি ছিল। যে কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
এ মহাবিদ্যালয়ের অপর শিক্ষার্থী অসুস্থ রিয়া বিশ্বাস অভিযোগ করেন, জেলা প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে এমন দৃশ্য কারো চোখে পড়েনি। পর্যাপ্ত মেডিকেল ক্যাম্পসহ সুপেয় পানির ব্যবস্থা ছিল না। দৌড়ানোর সময় দোকান থেকে পানি কিনে পান করেছে অংশগ্রহণকারীরা।
গত ২৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি গ্যাজেট প্রকাশ করা হয়। ওই গ্যাজেটে ছাত্র-জনতার গণঅভ্যত্থানের দিবসগুলো পালনের সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক ২ জুলাই জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন দিবস পালনে জেলা পর্যায়ে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। গঠন করা হয় বেশকিছু উপকমিটিও।
১৪ জুলাই সকাল ৯টায় পুরাতন হাটখোলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।