বদ্ধ ঘরে দুর্গন্ধ পেয়ে ট্রেন চালকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ ভাড়া বাসা থেকে এনামুল হক (৪৭) নামে এক সহকারী ট্রেন চালকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত এনামুল হক কুষ্টিয়ার মীরপুর উপজেলার বারুইপাড়া এলাকার লুৎফুর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়েতে সহকারী ট্রেন চালক (এএলএম) হিসেবে কর্মরত ছিলেন এবং একাই আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, কয়েকদিন ধরে এনামুল হককে দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে তার ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি আমাদের জানায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকি এবং তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহটি ইতোমধ্যে পচন ধরা অবস্থায় ছিল।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এটি আত্মহত্যা, না অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে।