নরসিংদীতে কাঠগড়া থেকে পালাল আসামি

নরসিংদীতে জেলা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে গেছে। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতের কাঠগড়া থেকে এই আসামি পালানোর এই ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইনচার্জ মো. সাইরুল ইসলাম।
আসামি রিয়াজুল ইসলাম হৃদয়ের (২৫) বাড়ি জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে। গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ।
নরসিংদী কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, একটি চুরির মামলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে শুনানি চলছিল। ওই সময় বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে হৃদয় আদালতের দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি বুঝতে পারার পর পরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এ ছাড়া এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।
কোর্ট পুলিশের ইনচার্জ মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে সে হাতের হাতকড়া খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
আদালতের কাঠগড়া থেকে আসামি পলানোর ঘটনায় দায়িত্বরত পুলিশের গাফিলতি আছে স্বীকার করে তিনি বলেন,যে দুই পুলিশ সদস্য দায়িত্বে ছিল তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। যার ফলে এই ঘটনা ঘটে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে।