এনসিপির পদযাত্রা সফলে বরিশালে নানা কর্মসূচি

গণহত্যার বিচার, দেশ সংস্কার ও পুনর্গঠনসহ জুলাই সনদ বাস্তবায়ন শেষে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে বরিশালে জুলাই পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচি সফলে বরিশালে সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে দলটির নেতারা।
আজ সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডের একটি হোটেলে এই মতবিনিময় সভা হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশালে ওই পদযাত্রা ও পথসভা হবে।
বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, কর্মসূচি সফল করতে সোমবার নেতাকর্মীরা নগরীতে গণসংযোগ করেছে। মঙ্গলবার সকালেও নগরীর বাজার রোডসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করবে নেতাকর্মীরা। মঙ্গলবার এনসিপি নেতারা রূপাতলী থেকে পরিবহণযোগে প্রথমে নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল কলেজের মুখে অবস্থান নেবে। এরপর সেখান থেকে পদযাত্রা করে হাসপাতাল রোড থেকে সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউ অবস্থান করবে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে।
মত বিনিময় সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এমএম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগরে সাংগঠনিক মাহিন মোর্শেদ প্রমুখ।