চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স বিহীন ফার্মেসিতে উপজেলা প্রশাসন ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযান। ছবি : এনটিভি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন অবৈধভাবে ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
মানজুরুল হাসান খান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে অবৈধ এবং লাইসেন্সবিহীন ওষুধ বিক্রির জন্য দুটি ফার্মেসির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।