ছয় শতাধিক এতিম শিশু নিয়ে বিএনপিনেতার ফল উৎসব

পাবনায় ছয় শতাধিক এতিম শিশু, হাফেজ ও আলেমকে নিয়ে ফল উৎসব করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন।
আজ রোববার (১২ জুলাই) বিকেলে পৌর এলাকার পুরাতন বাঁশ বাজার আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসা দারুল হাদিসে এই ফল উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাহমুদন্নবী স্বপন বলেন, ফল মৌসুমে এতিম শিশুরা তাদের ইচ্ছেমতো ফল খেতে পারে না। এর জন্যই আজকের এই ফল উৎসবের আয়োজন। যাতে শিশুরা স্বাচ্ছন্দে ফল খেতে পারে এবং আনন্দ উল্লাস করতে পারে। সেই সঙ্গে মসজিদ ও মাদ্রাসার হাফেজ ও খাদেমরাও এই ফল উৎসবে ফল খেতে পারেন। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে।
এ সময় জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আজাদুন্নবী কাজল, বিএনপিনেতা জাহাঙ্গীর আলম টিটুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।