প্রাকৃতিক পণ্য বিক্রি করে লাখ টাকা আয়
আত্মবিশ্বাস, ধৈর্য আর সঠিক দিকনির্দেশনা থাকলে ঘরে বসেই গড়া সম্ভব সাফল্যের দৃষ্টান্ত, এ কথা বাস্তবে প্রমাণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার বগাবাড়ি গ্রামের নারী উদ্যোক্তা ফারজানা ভূঁইয়া। প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার অয়েল, স্লিমিং টি ও ফেস প্যাকসহ বিভিন্ন স্বাস্থ্য ও রূপচর্চা সামগ্রী তিনি নিজেই তৈরি করে দেশের নানা প্রান্তে পৌঁছে দিচ্ছেন।
ফারজানা বলেন, ‘আমি কখনও ভাবিনি যে ঘরে বসে এমন কিছু করে জীবনে সফল হতে পারব। শুরুতে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও আমি নিজের ওপর বিশ্বাস হারাইনি। বর্তমানে আমি একজন সফল নারী উদ্যোক্তা। আমার পণ্য ব্যবহার করে সন্তুষ্ট হয়েছেন দেশের নানা প্রান্তের ক্রেতারা।’
ফারজানার বাবা বলেন, ‘আমার মেয়ে আজ যে জায়গায় পৌঁছেছে, তা দেখে আমি গর্বিত। মেয়েরা যে চাইলেই পারে, তা ফারজানা প্রমাণ করেছে।’ বিস্তারিত দেখুন ভিডিওতে...